আতাউর রহমান

আতাউর রহমান

আতাউর রহমান জন্ম ১৯৪৪ সালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। দেশের অন্যতম রম্য সাহিত্যিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ১৯৬৪ সালে অনার্স ও ১৯৬৫ সালে মাস্টার্স করেন। এরপর চার বছর সিলেট সরকারি এম.সি কলেজে অধ্যাপনা শেষে তকালীন কেন্দ্রীয় সুপেরিয়র সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে ডাক বিভাগে যোগদান করেন। ২০০১ সালে ডাক বিভাগের মহাপরিচালকের পদ থেকে তিনি অবসরে যান। তবে এর মধ্যে তিনি লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে পোস্টাল এটাচি পদে (১৯৮২-৮৬), রিয়াদস্থ দুতাবাসে শ্ৰম উপদেষ্টা পদে (১৯৯৩-৯৫), প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক পদে (১৯৯১-৯২), পিএমপি, রাজশাহী পদে (১৯৯৫-৯৭) ও পিএমজি, ঢাকা পদে (১৯৯৭-৯৯) দায়িত্ব পালন করেন। অবসর-উত্তর ঢাকার শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ বছর ইংরেজি বিষয়ে অধ্যাপনার পর তিনি বর্তমানে সিলেটের স্ব-উপজেলায় প্রতিষ্ঠিত ভাদেশ্বর কলেজে অবৈতনিক প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। প্রকাশিত গ্রন্থ ২৪। লেখালেখির জন্য সাংবাদিক মোনাজাত উদ্দিন পুরস্কারসহ বেশ ক’টি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি আরবি, ফারসি এবং উর্দু ভাষায়ও পারদর্শী। এছাড়া তিনি একজন সুবক্তাও বটে। তার দুই পুত্র উচ্চ শিক্ষা শেষে বিদেশে সুপ্রতিষ্ঠিত এবং সহধর্মিণী সুগৃহিণী।

আতাউর রহমান এর বই সমূহ

Showing 1 to 6 of 6

View

Sort icon